Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

কিভাবে ৩০ সেকেন্ডে আপনার ফোনে সেভ করা Wi-Fi পাসওয়ার্ডগুলি দেখবেন?

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আপনাদের সাথে অত্যান্ত আকর্ষণীয় একটি পোষ্ট শেয়ার করতে যাচ্ছি। পোস্টটি হচ্ছে- কিভাবে ৩০ সেকেন্ডে আপনার ফোনে সেভ করা Wi-Fi পাসওয়ার্ডগুলি দেখবেন?

আমার প্রাইভেট টিউশনে মাস্টারের ওয়াই-ফাই ছিল। কিন্তু প্রত্যেকের ফোনে কেবল মাত্র এক বারই পাসওয়ার্ড দেওয়া হত (মাস্টারের কিপটামির কারণে)। একবার ভুলে আমার পাসওয়ার্ড টি Forget হয়ে গিয়েছিল। তখন আমি অনেক ঘাটাঘাটি করে এই পদ্ধতি টি খুজে পাই।
মোবাইলে Save করা Wi-Fi পাসওয়ার্ডগুলি মাত্র ৩০ সেকেন্ডে দেখুন
আমি জানি আমার মত আপনাদেরও অনেক সময় এমন পরিস্থিতিতে পরতে হয়। কোনো গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে আমাদের ফোনে কিছুক্ষণের জন্য ওয়াই-ফাই পাসওয়ার্ড দেওয়া হলেও কাজ শেষে মালিকের কথায় বাধ্য হয়ে পাসওয়ার্ডটা Forget করতে হয়। তখন আমাদের মনে হয়- ইশ!! যদি পাসওয়ার্ড টা জানতে পারতাম তাহলে কত ভাল হত!! যখন খুশি ওয়াই-ফাই দিয়ে ফ্রিতে নেট ব্যবহার করতে পারতাম।আমার টিউনটি যদি আপনারা মন দিয়ে পড়েন তাহলে খুব সহজেই আপনাদের ফোনে  সেভ করা ওয়াই-ফাই পাসওয়ার্ড গুলি জানতে পারবেন, তা সে পাসওয়ার্ড টি যত অল্প সময়ের জন্যই দেওয়া হোক না কেন। নোটঃ এই কাজটি করার জন্য আপনার ফোনটিতে অবশ্যই রুট অ্যাকসেস থাকতে হবে। রুট অ্যাকসেস না থাকলে কোনভাবেই এটা সম্ভব হবে না।

কিভাবে দেখবেনঃ

  • প্রথমে আপনার ফোনটি রুট করে নিন। (রুট করতে না পারলে আমাদের ব্লগের অপর একটি পোস্ট "এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়" দেখে নিন)
  • তারপর আপনার Android ফোনে ES File explorer ডাউনলোড করুন। (গুগল প্লে স্টোরে Es File Explorer লিখে সার্চ করলেই পেয়ে যাবেন)
  • অ্যাপটা খুলে সেখান থেকে ম্যানু ওপেন করে root explorar অপশন On করে দিন। তারপর নিচের চিত্রটি ফলো করুন।
মোবাইলে Save করা Wi-Fi পাসওয়ার্ডগুলি মাত্র ৩০ সেকেন্ডে দেখুন
  • তারপর data ফোল্ডার থেকে misc খুলুন এবং শেষে wifi নামক ফোল্ডারটি খুললেই wpa_supplicant.config ফাইলটি পেয়ে যাবেন। নিচের চিত্রে দেখুন -
মোবাইলে Save করা Wi-Fi পাসওয়ার্ডগুলি মাত্র ৩০ সেকেন্ডে দেখুন
  • এই ফাইলটিতেই ওয়াই-ফাই এর সমস্ত পাসওয়ার্ডগুলি লেখা থাকে। এবার ফাইলটি কোন টেক্সট এডিটর এর সাহায্যে ওপেন করলেই আপনারা wifi এর নামসহ পাসওয়ার্ড গুলি পরপর পেয়ে যাবেন। Thats all. 
টিউনটি অনেক কষ্টে লিখেছি, পড়ে ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সাথে থাকলে আরো অনেক নতুন নতুন টিউন লিখতে আগ্রহ পাবো।
Share on Google Plus

About KURURA

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 কমান্ট:

Post a Comment

Thenks Visit For Aivozi. By KURURA