ডিভাইস থেকে ডিভাইসে ইন্টার্নেট শেয়ার করার ক্ষেত্রে WiFi একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম৷ এক্ষেত্রে একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইসে WiFi HotSpot তৈরী অন্য় ডিভাইসে ইন্টারনেট শেয়ার করা যায়৷ আর পিসিতে WiFi HotSpot তৈরী করার সহজ উপায় হলো:
- এক্সর্টানাল WiFi রাউটার ব্য়বহার করে
- WiFi HotSpot Creator সফটওয়্যার ব্য়বহার করে
পিসিতে wifi hotspot ক্রিয়েট করার জন্য অনলাইনে অনেক সফটওয়্যার পাওয়া যায়। কিন্তু প্রত্যেক সফ্টওয়ারে কোনো না কোনো সমস্যায় পড়তে হয়৷ এগুলোর মধ্যে Connectify সবচেয়ে ভালো। কিন্তু প্রবলেম হলো ঐটা প্রিমিয়াম সফটওয়্যার, তাই এটি কেবল কিছুদিনের জন্য় ফ্রী ট্রায়াল ব্যবহার করা যায়, এরপর আপনাকে এটি কিনে ব্য়বহার করতে হবে :(। কয়েক দিন পর আর পুরাতন ভার্সন ঠিক মত কাজ করে না৷ এক্ষেত্রে mHotSpot সফ্টওয়ারটি সবচেয়ে কার্যকরী সমাধান৷
অতি সম্প্রতি আমি mHotSpot ব্য়বহার করা শুরু করেছি, এবং এর আগে কিছুদিন আমি Connectify ব্য়বহার করেছিলাম৷ এই কিছুদিনে আমার ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে৷ আমার দৃষ্টিতে mHotSpot, Connectify এর বেস্ট অল্টারনেটিভ, যা কিনা সম্পূর্ন ফ্রী৷
mHotSpot এর ফিচার সমুহ:
- মাত্র এক ক্লিকেই WiFi HotSpot On/Offকরা যায়
- দশটি ডিভাইস একসথে কানেক্ট করা যায়
- নিজের পছন্দ মতো HotSpot Name এবং Password ব্যবহার করা যায়
- যেকোন ধরনের ইন্টারনেট কানেকশান শেয়ার করা যায় (LAN, Ethernet,3G/4G,Wifi etc)
- যেকোন ধরনের ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার করা যায়
- সংযুক্ত ডিভাইসের বিস্তারিত তথ্য জানা যায়

mHotSpot Creator (১ এমবি)
mHotSpot দিয়ে চালু করার পদ্ধতি:- প্রথমে উপরের লিংক থেকে সফ্টওয়ার এর ফাইলটি ডাউনলোড করে নিন
- এরপর ফোল্ডারটি Extract করে mHotspot_setup ফাইলটিতে ডাবল ক্লিক করে সফ্টওয়ারটি ইনস্টল করে নিন
- ইনস্টল শেষে সফ্টওয়ারটিতে আপনার পছন্দ মতো HotSpot Name এবং Password দিন
- এরপর ড্রপ ডাউন লিস্ট থেকে Internet Source সিলেক্ট করুন
- এরপর আপনি কতোগুলো আপনি কতো ডিভাইস কানেক্ট করতে চান তা নির্বাচন করুন
- এখন Start Hotspot বাটনে ক্লিক করুন
0 কমান্ট:
Post a Comment
Thenks Visit For Aivozi. By KURURA