আসসালামুয়ালাইকুম, আশা করি ভাল আছেন। এটা আমার প্রথম টিউন ভূল হলে
ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমার টিউন হচ্ছে কিভাবে অন্ডয়েড মোবাইল দিয়ে
কম্পিউটার কন্ট্রোল করা যায়, অনেক সময় মাউসের তার ছোট হওয়ার কারণে দূর থেকে
কম্পিউটার কন্ট্রোল করা যায় না। আবার দেখা যায় গান অথবা কোন ভিডিও পজ বা
চেঞ্জ করতে হচ্ছে মাউস আপনার পাশে নেই। তখন মোবাইল দিয়েই আপনি খুব সহজেই
আপনার কাজটি করতে পারেন।
* দূরে বসে মুভি দেখছেন বার বার কি-বোর্ড বা মাউস ব্যবহার করতে হবে না।
* মাউস নষ্ট হয়ে গেলে মোবাইল দিয়ে ব্যবহার করতে পারবেন।
* Media Player Control করতে পারবেন খুব সহজে।
প্রথমে এইখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নিন, জিপ ফাইল টিতে দুটি সপটওয়্যার পাবেন একটি পিসির জন্য আরেকটি মোবাইলের জন্য,
0 কমান্ট:
Post a Comment
Thenks Visit For Aivozi. By KURURA