Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

আসুন কিছু কাস্টম রমের সাথে পরিচিত হই। যা দেবে আপগ্রেড ডিভাইসের স্বাদ।

কাস্টম রম কি?

যারা জানেন না তাদের জন্য আবারও বলছি, কাস্টম রম হল এক কথায় আন-অফিসিয়াল ফার্মওয়্যার। এগুলো এন্ড্রয়েড ডেভেলপাররা বিভিন্ন হ্যন্ডসেটের জন্য ডেভেলপ করে থাকে। এন্ডয়েড অপারেটিং সিস্টেমে বিভিন্ন সংযোজন, সংশোধন পরিবর্তন করে এইসব কাস্টম রম বানানো হয়, এমনকি পুরাতন ভার্সনের এন্ড্রয়েড এ  নতুন ভার্সনের রম ও ডেভেলপ করা হয়। ইন্টারনেট সার্চ দিলে আপনি অনেকগুলো কাস্টম রম পাবেন। আমি প্রধান কয়েকটি কাস্টম রমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব।

cyanogen mod

cyanogen mod হল সবচেয়ে জনপ্রিয় কাস্টম রম। আন-অফিসিয়াল রম ফ্ল্যাশ করতে চাইলে সবচে প্রথম যে নামটি আপনি পাবেন তা হল cyanogen mod.। এর প্রধান বৈশিষ্ট হল, এটি আপনাকে অফিসিয়াল ফিচারের পাশাপাশি কিছু নিজস্ব ফিচার দেবে যা আপনার মোবাইল ডেভেলপিং, কাস্টমাইজিং এ সাহায্য করবে। আর এই ছোটখাটো এক্সট্রা ফিচারগুলো আপনার এন্ড্রয়েড এক্সপেরিয়েন্সকে পরিপুর্নতা দেবে। আমি নিজে এর মাধ্যমে এন্ড্রয়েড 2.2 মোবাইলে 4.1 জেলীবিন টেষ্ট করেছি। এর জনপ্রিয়তার আরেকটি কারন হল এর স্টেবল ভার্সন গুলো অনেক স্মুথ আর দ্রুত। অনেক সময় অফিসিয়াল আপগ্রেডে মোবাইল স্লো হয়ে যায়।কিন্তু cyanogen mod এর স্টেবল রম অনেক স্মুথ। অনেক অনেক হ্যন্ডসেটের জন্য. cyanogen mod এর বিভিন্ন ভার্সন ডেভেলপ করা হয়েছে। আপ্নার সেটএর জন্য cyanogen mod এর রম আছে কিনা খুজে দেখুন এই ঠিকানায়ঃhttp://get.cm

Miui rom

এই কাস্টম রম এর চমৎকার ব্যপার হল অসাধারন কাস্টমাইজিং অপশন। এন্ড্রয়েড এর সেটিং অপশনের একঘেয়ে কালো বা সাদা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ইচ্ছামত ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন এই রমএ। সেই সাথে পাবেন হাজার হাজার চমতকার সব সিস্টেম থীম যেগুলোতে আছে বিভিন্ন রকম আইকন, ট্রান্সপারেন্সি।এই রম এর আরেকটি মজার বেপার হল লক স্ক্রীন কাস্টমাইসিং। আপ্নি ইচ্ছামত লক স্ক্রীন রাখতে পারবেন কোন অতিরিক্ত সফটওয়্যার ইন্সটল ছাড়া।এই রম আপনার চিরাচরিত এন্ড্রয়েড এর লুক পরিবর্তন কয়ে দেবে।আপ্নার হ্যন্ডসেটের জন্য miui এর রম আছে কিনা দেখতে এখানে ক্লিক করুন

AOKP

এই রমটি (android open kang project) আরেকটি জনপ্রিয় কাস্টম রম। এতেও আছে চমতকার সব কাস্টমাইজিং, লক স্ক্রীন, উইডগেট কাস্টমাইজিং ইত্যাদি। এই রম অনেক স্টেবল। AOKP এর শুধু আইস্ক্রিম স্যন্ডু আর জেলীবিন রম আছে। এর অফিসিয়াল ওয়েবসাইট ঃ http://aokp.co/

Paranoid Android

এটি সম্প্রতি জনপ্রিয় হয়ে ওঠা চমৎকার একটি কাস্টম রম। এতে প্রচুর কাস্টমাইজিং অপশন আছে।সেটিং, লক স্ক্রীন,স্টেটাস বার,লাউঞ্চার সহ আর অনেক কিছু নিজের মত সাজিয়ে নেয়ার জন্য অনেক অনেক অপশন খুজে
পাবেন এই রমটি তে।তবে এখন পর্যন্ত খুব কম সংখ্যক সেটের জন্য এই রম ডেভেলপ করা হয়েছে। অফিসিয়াল ওয়েব সাইটঃ  http://paranoid-rom.com/
এছাড়াও আরো আছে,  Xylon, liquid smooth rom, slim rom, ইত্যাদি। কাস্টম রম ফ্লাশ করতে আপনার হ্যন্ডসেটটি অবশ্যই রুটেড হতে হবে। আপ্নার সেট এর মডেল অনুযায়ী যথাযথ রম ডাউনলোড করবেন। অন্য ডিভাইস এর রম ইন্সটল করতে গেলে মোবাইল নস্ট হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে কাস্টম রম ফ্লাশ করবেন জানতে এই লিংকে যান

Share on Google Plus

About KURURA

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 কমান্ট:

Post a Comment

Thenks Visit For Aivozi. By KURURA