Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

আপনি গেম হ্যাক করতে চান? যেকোন গেমের কয়েন হ্যাক করুন, খুব সহজে।

কষ্ট করে করে গেম খেলে coin নেওয়া টা আসলেই মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। কারন গেইম খেলবো সবসময় বিরের মত। কিন্তু আপনি যদি বিরের মত খেলতে চান তাহলে কয়েন তিনতে হবে, যাতে ডলার গুনতে হবে।
আজকে থেকে ইনশাহআল্লাহ কোন গেম এর ক্ষেত্রেই আর এরকম কোন সমস্যায় পড়তে হবে না, আপনাদের কাউকে। তবে কিছু কিছু গেইমে কাজ নাও হতে পারে, কারন ওই গেইমগুলোতে কয়েন কোড ইনকোড করা থাকে।
তাহলে শুরু করা যাক
প্রথমে নিচের ছোট্ট এপস টি ডাউনলোড করে নিনঃ
মাত্রঃ২৩৫ kb
মোবাইল অবশ্যই root করা থাকতে হবে।
এপস টি ওপেন করলেই root পারমিশন চাবে, allow দিয়ে দিন। তারপর নিচের মত দেখতে পাবেন।
back এ গেলে এপস টি নিজেই মিনিমাইজ অবস্থায় থাকবে।
এবার যেকোন গেম এ ঢুকুন।
আমি এখানে উদাহরণ দেওয়ার জন্য Road warrior গেমটি ওপেন করলাম।
মিনিমাইজ করা Game Cracker এপস টি স্ক্রিনের এক কোনায়, আর তার নিচে আমার গেমের credit এর পরিমান দেখিয়ে দিলাম।
এখানে আমার credit এর পরিমান 5439 ডলার।
কোণায় থাকা game Cracker এপস টিতে ক্লিক করে ওপেন করুন এবং খালি বক্সটিতে আপনার credit এর পরিমান টি বসান। আমি আমার টা বসাচ্ছি।
search আইকন টিতে ক্লিক করুন।
AUTO IDENTIFY তে ক্লিক করুন।
নিচের মতো নতুন অনেক লেখা দেখতে পাবেন।
এবার back দিয়ে আবার গেমে ফেরত আসেন।
কিছু একটা কিনে আপনার credit টা একটু কমিয়ে ফেলুন। অথবা আরেকটু গেইম খেলে ক্রেডিট বাড়ান। আমি কমিয়ে 2939 ডলার করলাম।
আবার এপস টিতে ঢুকুন। খালি বক্সটিতে নতুন credit টা বসান এবং search এ ক্লিক করুন।
দেখবেন এবার বক্সের নিচে একটা মাত্র লেখা show করতেছে। আপনার ক্ষেত্রে অনেকগুলো show করতে পারে। সেক্ষেত্রে আবার কিছু ক্রেডিট কম-বেশি করে সার্চ দিন। অনেক গেইমে ২টা ফাইল থাকে, ওই দুইটাই এডিট করতে হয়।
এবার এই ফাইলে ক্লিক করুন, এবং এখানে আপনার কয়েন মডিফাই করুন।
অথবা এবার নিচের অপশনে ক্লিক করুন।
Data control এ ক্লিক করুন।
তারপর modify all values এ ক্লিক করুন।
এরকম আসবে।
বক্সটি তে আপনার ইচ্ছামত সংখ্যা বসান। আমি 999999 বসালাম।
Ok দিলে দেখবেন বক্সের নিচের সংখ্যাটিও 999999 হয়ে গেছে।
এবার গেমে ফেরত আসেন। গেখবেন ম্যাজিক। তবে কিছু গেইমের প্রথমে মনে হবে কিছুই চেঞ্জ হয় নাই। গেমের নতুন কোন কিছু কিনেন, অথবা গেমের মেইন মেনু তে গিয়ে আবার আগের জায়গায় ফেরত আসেন। ম্যাজিক!!!! 😉 😉
Share on Google Plus

About KURURA

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 কমান্ট:

Post a Comment

Thenks Visit For Aivozi. By KURURA